ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

বাস কাউন্টারের সামনে নিজেই সন্তান প্রসব করলেন পাগলি

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৪:২৯ পিএম

Sports Banner
বাস কাউন্টারের সামনে নিজেই সন্তান প্রসব করলেন পাগলি

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে রাস্তায় নিজেই ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেছেন শাবনূর নামে এক পাগলি।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে সন্তান প্রসব করেন ওই পাগলি।

জানা যায়নি কে এই সন্তানটির বাবা। বর্তমানে ওই প্রসূতি ও তার সন্তান বাস কাউন্টারের সামনের এক চকলেট বিক্রেতা নাসিমার তত্ত্বাবধানে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রসব বেদনা ওঠার পর পাগলি নিজেই তার সন্তান প্রসব করেন। খবর পেয়ে চকলেট বিক্রেতা নাসিমা তাদেরকে উপজেলার মেথর পট্টিতে নিয়ে গোসল করান। এখন মা-মেয়ে নাসিমার তত্ত্বাবধানেই রয়েছেন।

এ বিষয়ে নাসিমা সংবাদ মাধ্যমকে জানান, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে ওই পাগলিকে আলট্রাসনোগ্রাম করিয়েছিলো। তারপর আর ডাক্তার দেখানো হয়নি।

নাসিমা আরও বলেন, গত ২ বছর যাবত ওই পাগলি শিমরাইল মোড়ে ঘোরাঘুরি করে। আশপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনধারণ করত। এখন সে ও তার নবজাতক সন্তান সুস্থ আছে।

সারাবাংলা বিভাগের আরো খবর