ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

ভোলায় হাবিবুর রহমান তালুকদারের শেষ বিদায়

ভোলা জেলা প্রতিনিধি:

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০১:৪৩ পিএম

Sports Banner
ভোলায় হাবিবুর রহমান তালুকদারের শেষ বিদায়
আওয়ামীলীগ পার্থীর জানাজা ছবি

ভোলার লালমোহনের বনেদি পরিবারের সন্তান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বিশিষ্ট সমাজকর্মী হাবিবুর রহমান তালুকদারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

লালমোহন পৌরসভা ৭ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মোবারক আলী হাওলাদার বাড়ির দরজায় অবস্থিত জামে মসজিদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয় নামাজে জানাযা। অন্যরাও উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম এবং লালমোহন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন, মরহুমের বড়ো ছেলে স্বেচ্ছাসেবী সংস্থা ডব্লিউএসইউপি'র ফিন্যান্স ম্যানেজার মাকসুদ তালুকদার প্রমুখ।

আরো পড়ুন: বিয়ের পর শ্বশুরবাড়ি নয়, লাশ চিতায় উঠল নববধূর

জানাজায় মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করে মরহুমের ছোট ছেলে লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জাবেদ তালুকদার।

জানাজায় সমবেত জনতার উদ্দেশ্যে এমপি শাওন বলেন- মরহুম হাবিবুর রহমান তালুকদার লালমোহনের ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান। বিভিন্ন সময়ে দলীয় নানান বিষয়ে তার সাথে আমার আলাপ হয়েছে। তিনি যে এতোটা অসুস্থ হয়ে পড়েছিলেন আমার জানা ছিল না। দীর্ঘ দুই মাস আমি ব্যক্তিগত চিকিৎসার কাজে দেশের বাইরে ছিলাম। তাই হয়তো তাঁর খোঁজ নেয়া সম্ভব হয়নি। গত বছর আমিও আমার বাবাকে হারিয়েছি, তাই বাবা হারানোর কষ্ট আমি বুঝি।

আরো পড়ুন: স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, বন্ধুকে নৃসংশভাবে খুন করে প্রতিশোধ

লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, মরহুম হাবিবুর রহমান তালুকদার আমার নিকটাত্মীয়। আমি বিশটি বছর লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলাম। আমার কমিটির একজন ত্যাগী ও নিবেদিত সদস্য ছিল হাবিবুর রহমান। দল ও মানুষের প্রতি তার ভালোবাসা ও ব্যবহার ছিল প্রশংসনীয়। 

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২১ ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাবিবুর রহমান তালুকদার ইন্তেকাল করেন। লালমোহন উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম মোজাহারুল ইসলাম তালুকদারের ছোট ভাই হাবিবুর রহমান তালুকদার চরফ্যাসন ওসমানগঞ্জ ইউপির তিনবার মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। লালমোহন উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য থাকাকালীন সজ্জন ব্যক্তি হিসেবে ছিলেন সবার কাছে সমাদৃত ছিলেন হাবিবুর রহমান তালুকদার।

সারাবাংলা বিভাগের আরো খবর