ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

১০ বছর প্রেমে করে বিয়ে, বউকে রাস্তায় রেখে পালালেন বর

প্রকাশ: মার্চ ৩, ২০২১, ০৪:১২ পিএম

Sports Banner
১০ বছর প্রেমে করে বিয়ে, বউকে রাস্তায় রেখে পালালেন বর
ইতি আক্তারের সঙ্গে বর জাহিদ হাসান শোভন | ছবি :সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১০ বছর প্রেমে করে তারপর সালিস বৈঠকে বিয়ে হয় ইতি আক্তারের (ছদ্মনাম)। শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে নববধূকে রেখে পালিয়ে গেছেন বর জাহিদ হাসান শোভন।

গত মঙ্গলবার (০২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বরের বাড়ি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকায়। স্থানীয় চাতাল ব্যবসায়ী রেজাউনুল হক লিটনের ছেলে শোভন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আরো পড়ুন: কলেজছাত্রীকে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে গেলো

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে নলডাঙ্গা ট্রাকচালক সমিতির কার্যালয়ে উভয়ের সম্মতিতে বিয়ে হয়। এরপর নলডাঙ্গা থেকে স্ত্রীকে নিয়ে গাইবান্ধা শহরের বাড়িতে যাচ্ছিলেন শোভন। সাদুল্লাপুরের কালিবাড়ি মন্দিরের পাশের রাস্তায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে স্ত্রীকে বসিয়ে রেখে অটোরিকশা থেকে নেমে পালিয়ে যান তিনি।

ঘটনার পর থেকে শোভনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে রাত ১১টার দিকে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দেন নববধূ ইতি আক্তার। তার বাড়ি সদর উপজেলার মহুরিপাড়া গ্রামে।

আরো পড়ুন: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করলো ঘাতক স্বামী 

ইতি আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, ১০ বছর ধরে শোভনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। কয়েকদিন আগে শোভন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিয়ের দাবিতে তার এলাকায় গেলে পরিবারের লোকজন ও স্থানীয়দের উপস্থিতিতে শোভন আমাকে বিয়ে করে। সেখান থেকে বাড়ি নেওয়ার পথে সাদুল্লাপুরে পৌঁছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে পালিয়ে যায়। প্রেমের অভিনয় করে বিয়ের পর শোভন এমন প্রতারণা করবে বুঝতে পারিনি। এমন ঘটনার জন্য শোভনের কঠিন শাস্তি চাই আমি।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা  সংবাদ মাধ্যমকে বলেন, নববধূর অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শোভনের অবস্থান চিহ্নিতসহ তাকে আটকের চেষ্টা চালাচ্ছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা বিভাগের আরো খবর