ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে রাতে অন্যের বাড়িতে অনুপ্রবেশ পূর্বক ভাংচুর ও চুরি 

নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি 

প্রকাশ: মার্চ ৩, ২০২১, ০৬:৩১ পিএম

Sports Banner
নওগাঁর ধামইরহাটে রাতে অন্যের বাড়িতে অনুপ্রবেশ পূর্বক ভাংচুর ও চুরি 
আসামী আটকের ছবি

নওগাঁর ধামইরহাট আগ্রাদ্বিগুন ইউনিয়নে রাতের আন্ধকারে অন্যের বাড়ীতে অনুপ্রবেশ পূর্বক হামলা চালিয়ে অবকাঠামো ভাংচুর ও চুরি মামলায় ৩ আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতদেরকে আজ বুধবার (৩ মার্চ) নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১১ টায় উত্তর কাশিপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মো. ইউনুছ আলী’র ছেড়ে দেওয়া স্ত্রী সুফিয়া বেগম (২৭) এর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ইউনুছের বাড়ীতে প্রবেশ করে ২০ বস্তা সিমেন্ট, ৭টি কড়াইসহ ১০টি সিলিংফ্যান ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। জাবার সময় ওই সন্ত্রাসী বাহিনী ইউনুছের নির্মাণাধীন ইটের প্রাচীর ভেঙ্গে দেয়। 

আরো পড়ুন: লুটে ব্যস্ত চোরদল, এমন সময় ঘরে ঢুকলেন গৃহবধূ...

এ ব্যাপারে ইউনুছ আলী বাদী হয়ে গত ১ মার্চ ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-০২। পরের দিন ২ মার্চ ধামইরহাট থানার এস.আই সবুজ আলী অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী রামচন্দ্রপুর একই গ্রামের আ. সামাদের ছেলে আবেদুল ইসলাম (৩২), মো. রফিকুল ইসলাম (৩৮) ও মৃত আ. হামিদের ছেলে সাইদুল ইসলাম (৩০) কে আটক করে। 

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ‘রাতের বেলায় বাড়ীতে অনধিকার প্রবেশ পূর্বক হামলা, ভাংচুর ও চুরির অভিযোগ পেয়ে নিয়মিত মামলা রুজু করে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা বিভাগের আরো খবর