ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

অস্ত্রের মুখে পুলিশ কর্মকর্তার মোবাইল-টাকা ছিনতাই

প্রকাশ: মার্চ ৩, ২০২১, ০৬:৩৬ পিএম

Sports Banner
অস্ত্রের মুখে পুলিশ কর্মকর্তার মোবাইল-টাকা ছিনতাই

কিশোরগঞ্জের ভৈরবে পরিবারসহ ছিনতাইকারী দলের কবলে পড়েছেন মো. রায়হান উদ্দিন নামে এক পুলিশ কর্মকর্তা। বুধবার (৩ মার্চ) ভোরে ভৈরব পৌর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

রায়হান উদ্দিন চট্টগ্রাম আদালতে পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার বাড়ি ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ায়। 

এসআই রায়হানের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ মার্চ) চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন রায়হান উদ্দিন। পারিবারিক কোনো কাজে ঢাকা যাওয়ার জন্য বুধবার ভোরে ব্যাটারিচালিত অটোরিকশায় ভাগনে ও মাকে নিয়ে ভৈরব রেলস্টেশন যাচ্ছিলেন তিনি। ভৈরব পৌর কবরস্থান এলাকায় পৌঁছাতেই কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে চারটি মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ভোর হওয়ায় আশপাশে কোনো লোকজন ছিল না। পরে স্টেশনে পৌঁছে রায়হান ঘটনাটি টহল পুলিশকে জানিয়ে ট্রেনে ঢাকায় উদ্দেশ্যে যাত্রা করেন। 

এ বিষয়ে এসআই রায়হানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ তার ব্যক্তিগত মোবাইলটি ছিনতাইকারীরা নিয়ে গেছে। যা বর্তমানে বন্ধ রয়েছে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনার এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

সারাবাংলা বিভাগের আরো খবর