ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

গরু-মহিষ চোরের সর্দার আটক

প্রকাশ: মার্চ ৫, ২০২১, ০৪:৫৭ পিএম

Sports Banner
গরু-মহিষ চোরের সর্দার আটক
প্রতিকী | ছবি

বরিশাল জেলার হিজলা উপজেলার মাঠিয়াল গ্রামে ভিন্নস্থান থেকে চুরি করে আনা ৭৪টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোরের সর্দার শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন।

গত বৃহস্পতিবার(৪ মার্চ) রাতে জেলা পুলিশ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর পুত্র শাহজাহান রাঢ়ী (৫৫) তার পরিচালনাধীন সংঘবদ্ধ চোরচক্রের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশুগুলো চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখে। সেখান থেকে পর্যায়ক্রমে গবাদি পশু গুলো বিক্রি করা হতো।

আরো পড়ুন: পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রিজন ভ্যান থেকে পালালেন এই আসামি

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালিয়ে চোরাইকৃত ৩৪টি গরু ও ৪০টি মহিষ উদ্ধার করে। এ ঘটনায় আটককৃত চোরের সর্দার শাহজাহান রাঢ়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার সহযোগিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা বিভাগের আরো খবর