ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
সারাবাংলা

প্রেমের বিয়ে: ৪ মাসের মাথায় লাশ হলেন নববধূ

প্রকাশ: মার্চ ৬, ২০২১, ০৪:১১ পিএম

Sports Banner
প্রেমের বিয়ে: ৪ মাসের মাথায় লাশ হলেন নববধূ
ছবি । প্রতীকী

মাত্র চার মাস হয়েছে প্রেম করে বিয়ের করেছেন। এই ৪ মাসের মাথায় নিজ ঘরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ মার্চ) সকালে বগুড়ার শেরপুর উপজেলায় সুঘাট ইউনিয়নের ফুলজোড় গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত ওই নারীর নাম  মিতু খাতুন (২০)। তিনি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মিজানুর রহমানের মেয়ে।

জানা গেছে, গত চার মাস আগে ফুলজোড় গ্রোমের হিটলারের ছেলে জুবায়ের খানের সাথে মিতুর প্রেমের সম্পর্কের মাধ্যেমে পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে। পরে  ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয় না। এতে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ ও পরিবারে অশান্তির সৃষ্টি হয়।

আরো পড়ুন: রাস্তা থেকে তুলে নিয়ে অশ্লীল ছবি ধারণ, অতঃপর ‘ব্ল্যাকমেইল’ (ভিডিও)

দুপুরের খাবার খেয়ে আজ শুক্রবার মিতু তার শয়ন কক্ষের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে চার থেকে পাঁচ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ঘুম থেকে জেগে না ওঠায় স্বামীর পরিবারের লোকজন তার নাম ধরে একাধিকবার ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূ মিতুকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় মিতুর মা সোনিয়া আক্তার বাদী হয়ে শেরপুর থানায় ওই দিন রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তিনি দাবি করেন, মিতুর স্বামী ও শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

আরো পড়ুন: বিয়ের আসরে কাঁদতে কাঁদতেই মারা গেলেন কনে

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তাই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়া গেলেই মৃত্যুর কারণ সঠিক করে বলা সম্ভব হবে। 
 

সারাবাংলা বিভাগের আরো খবর