ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

স্বামীর অত্যাচারে স্ত্রী বাড়িছাড়া, উদ্ধার করলেন পুলিশ

প্রকাশ: মার্চ ৭, ২০২১, ১২:১০ পিএম

Sports Banner
স্বামীর অত্যাচারে স্ত্রী বাড়িছাড়া, উদ্ধার করলেন পুলিশ
ছবি | সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার স্বামী মো. শাহজাহান মোল্লার (৪৮) নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী মোছা. সালমা খাতুন বাড়ি ছেড়ে চলে যান। এর পর পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের মধ্যস্থতায় চুয়াডাঙ্গা সদর থানার নারী, শিশু ও বৃদ্ধ হেল্প ডেস্কের মাধ্যমে স্বামী মো. শাহজাহান মোল্লার নিকট তার স্ত্রীকে হস্তান্তর করা হয়।

শনিবার (৬ মার্চ) রাত ১২টার সময়  চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: পুলিশ পরিদর্শক স্বামীর অত্যাচার থেকে বাঁচতে অভিযোগ

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শুক্রবার (৫ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মো. শাহজাহান মোল্লা অভিযোগ দায়ের করেন তার স্ত্রী মোছা. সালমা খাতুনকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে শনিবার দুপুরে শাহজাহান মোল্লা স্ত্রীকে ফিরে পাবার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন।

পুলিশের সুপারের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানায় নারী, শিশু ও বৃদ্ধ হেল্প ডেস্কে নিয়োজিত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহনাজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার দুপুর সাড়ে ৩টায় আলমডাঙ্গার বাদেমাজু গ্রাম থেকে সালমাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বাড়ি ছাড়া ভুক্তভোগী সালমা খাতুন পুলিশকে জানান, দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

আরো পড়ুন: শাবিপ্রবি ছাত্রীর মেসে গোসলের ভিডিও ধারণ

ভুক্তভোগী সালমা খাতুনের এ কথার সত্যতা পাওয়ায় তার স্বামীকে সতর্ক করে দেয় পুলিশ। এসময় তারা উভয়ই সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে স্বামী মো. শাহজাহান মোল্লার কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, স্বামীর নির্যাতনে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী সালমা বেগম। পরে স্বামী শাহজাহান মোল্লার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে আলমডাঙ্গার বাদেমাজু এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে পুলিশের মধ্যস্থতায় তিনি স্বামীর ঘরে ফেরত যান।

সারাবাংলা বিভাগের আরো খবর