ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
সারাবাংলা

ঠাকুরগাঁওয়ে দুই বছরে ১১০০ মামলা নিষ্পত্তি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৭, ২০২১, ০১:৩৫ পিএম

Sports Banner
ঠাকুরগাঁওয়ে দুই বছরে ১১০০ মামলা নিষ্পত্তি
প্রতীকী | ছবি

ঠাকুরগাঁও জেলা নারী ও শিশু আদালতে গেল দুই বছরে এক হাজার ১০০টি মামলা নিষ্পত্তি হয়েছে। যা আগের চেয়ে প্রায় ৬০০ বেশি।

ঠাকুরগাঁও নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুকের ব্যক্তিগত প্রচেষ্টায় এই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন জেলার আইনজীবী ও বিচার প্রার্থীরা। আদালত সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও নারী ও শিশু ট্রাইবুনালে ২০১৯ সালে জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ১১০০ মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এই আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ১৩০০টি।

আরো পড়ুন: জামালপুরের ইসলামপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩

জানা যায়, ১০ বছরের অধিক পুরাতন মামলা গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ফলে পুরাতন মামলা আশাতীতভাবে হ্রাস পেয়েছে। এতে আদালতে বিচার প্রার্থী মানুষের হয়রানি ও আর্থিক ক্ষতিও কমেছে। ঠাকুরগাঁও নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিউকিউটর (বিপিপি) এটিএম নাজমুল হুদা বলেন, ‘বিচার নিষ্পত্তি ও আপসের ক্ষেত্রে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল নজির স্থাপন করেছে। 
এ ধারা অব্যহত থাকবে।’

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় ৭ মার্চ উপলক্ষে পুলিশের গভীর শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু জানান, বিচার বিভাগের গতিশীলতা ও আইনজীবীদের সহযোগিতার কারণে দ্রুত মামলা নিষ্পত্তি হয়েছে। অধিক মামলা নিষ্পত্তির কারণে অধিক বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমেছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে বলেন, ‘মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স হওয়ার ফলে বর্তমানে মামলা নিষ্পত্তিতে আলাদা গতি এসেছে। প্রতি মাসে এ কনফারেন্সে জুডিশিয়াল ম্যজিস্ট্রেট, আইনজীবী, চিকিৎসক, পুলিশ, কারা কর্তৃপক্ষ নিজেদের সমস্যার কথা বিস্তারিত আলোচনা করার সুযোগ পান।

সারাবাংলা বিভাগের আরো খবর