ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

শার্শায় ১লক্ষ পিচ পবিত্র আল কোরআন বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন 

যশোর জেলা প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৭, ২০২১, ০৮:১১ পিএম

Sports Banner
শার্শায় ১লক্ষ পিচ পবিত্র আল কোরআন বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন 

বিশ্বব্যাপী করোনা ভাইরাস রোগ মুক্তি কামনায় ১লক্ষ পিচ পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন শার্শার কৃতি সন্তান উদ্ভাবক মিজান। 

কোরআন প্রতিযোগীতায় খুলনা বিভাগীয় চাম্পিয়ন ১২ বছর বয়সী হাফেজ মোঃ মাহফুজুর রহমান ফিতা কেটে ১লক্ষ পিচ পবিত্র আল কোরআন বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

আরো পড়ন: ফের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী

রবিবার দুপুরে নাভারণ হক  কমিউনিটি সেন্টারে ১২ বছর বয়সী হাফেজ মোঃ মাহফুজুর রহমান কোরআন প্রতিযোগীতায় খুলনা বিভাগীয় চাম্পিয়ন হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন উদ্ভাবক মিজান।

কোরআন বিতরণ অনুষ্ঠানে শার্শা উপজেলার মাদ্রাসা ও এতিমখানা থেকে দুইজন করে ছাত্র ছাত্রীদের মধ্যে কোরআন প্রতিযোগীতার আয়োজন করা হয়। 

বিজয়ী সকলকে পবিত্র কোরআন শরিফ  ও ক্রেষ্ট দেওয়া হয়। এসময় মাদ্রাসার শিক্ষকদের হাতে কোরআন শরিফ, বই, খাতা, কলম পেন্সিল প্রদান করা হয়। এসময় এক প্রতিবন্দি ছেলেকে একটি হুইল চেয়ার তুলে দেন তরুণ এই সমাজ সেবক মিজানুর রহমান। 

আরো পড়ন: আবারও স্বর্ণের দরপতন, ৯ মাসের মধ্যে সর্বনিম্ন দাম

কোরআন বিতরণ অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের কৃতি সন্তান বিভাগীয় চাম্পিয়ন হাফেজ মাহফুজুর রহমান।

মাত্র ১২ বছর বয়সে  এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে দেশ ও জনগণের কাছে দোয়া কামনা করেন এই শিশু মাহফুজুর রহমান। 

ব্যতিক্রমধর্মী সাড়া জাগানো এমন একটি অনুষ্ঠানের জন্য আগ্রহ উৎসাহ এবং সাধুবাদ জানিয়েছেন এলাকার ধর্মপ্রান শত শত মানুষ। 

আরো পড়ন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে ৬ মন্ত্রণালয়ের বৈঠক আজ

উদ্ভাবক মিজান বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে খবার, মাক্স এবং গাছের চারা বিতরণের পাশাপাশি পবিত্র আল কোরআন বিতরণ করে আসছি। ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানিক ৩০ হাজার আল কোরআন বিতরণ করেছি। আনুষ্ঠানিক ভাবে কোরআন বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হলো। আমার জীবনদসায় ১ লক্ষ পবিত্র আল কোরআন বিতরণ করার টার্গেট নিয়েছি। সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।                                   

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা দারুল উলুম মাদরাসার সিনিয়র  সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবু, যশোর প্রথম আলো বন্ধু সভার মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সমাজ সেবক ডা: বিল্লাল হোসেন, তরুন সমাজ সেবক আলমগীর হোসেন, উজ্জল হোসেনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ন: এবার এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে পবিত্র আল কোরআন পেলো উপজেলার ২ শতাধীক মাদরাসা ও এতিমখানার শিশুরা।       

সারাবাংলা বিভাগের আরো খবর