ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: মার্চ ৮, ২০২১, ১০:৪০ এএম

Sports Banner
সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সাতক্ষীরায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মনিরুজ্জামান মনি (৪৬) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

সাতক্ষীরা-আশাশুনি সড়কের আলিয়া মাদরাসা এলাকায় রবিবার (৭ মার্চ) রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেআহতদেরকে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আব্দুস সালাম আমিনের ছেলে নিহত মনিরুজ্জামান।

যারা আহত হয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলা নুনগোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম (২০) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে অতিক (২২) এবং ঝিনাইদহা জেলার হরিনাকুন্ড এলাকার সুবোল মণ্ডলের ছেলে শান্ত (৪৫)।

আরো পড়ুন: অনলাইনে স্পিকার অর্ডার দিয়ে যা পেলেন মিমি!

স্থানীয় ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে মনিরুজ্জামান মনি ও তার বন্ধু শান্ত মোটরসাইকেলে ধুলিহর এলাকা থেকে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। পথিমধ্যে রাত ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসার কাছে পৌঁছালে ধুলিহরগামী অপর একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক মনি ও আরোহী শান্ত এবং অপর মোটরসাইকেল চালক আতিক ও আরোহী নজরুল গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন: বগুড়ায় হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামী পলাতক

খুলনা নেয়ার পথে মনি মারা যান। গুরুতর আহত শান্ত, আতিক ও নজরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আতিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সারাবাংলা বিভাগের আরো খবর