ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

মোংলা বন্দরে শুভেচ্ছা সফরে এলো ভারতীয় নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৮, ২০২১, ১২:১৫ পিএম

Sports Banner
মোংলা বন্দরে শুভেচ্ছা সফরে এলো ভারতীয় নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ
যুদ্ধজাহাজের ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ আইএনএস কুলিশ ও আইএনএস সুমেদা তিনদিনের শুভেচ্ছা সফরে আজ সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসময় বাংলাদেশ নৌবাহিনীর সুজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। বা নৌ জা মংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারেফ হোসেন, এন, পিএসসি, বিএন ভারতীয় যুদ্ধ জাহাজ দুটির অধিনায়কগণকে ফুল দিয়ে স্বাগত জানায়। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ

সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা কমোডর মাহাদিভু গোভারধান রাজু ও জাহাজ দুটির অধিনায়কবৃন্দ টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধানিবেদন এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তারা কমান্ডার খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তি যোদ্ধাসহ নৌ কমান্ডোগণদের সাথে মতবিনিময় করবেন। বাংলাদেশ অবস্থানকালে ভারতীয় নৌবাহিনীর পক্ষ হতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও বানৌজা পলাশ জাহাজে ব্যবহৃত ৪১/৬০ মিঃ মিঃ গান এ্যকুয়াসটিক এম কে - ০৭ মাইন শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করবে। এসব গান ও মাইন যুদ্ধকালীন মংলা ও পশুর নদীতে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে আক্রমন পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ হতে এসব সরঞ্জামাদি প্রদান করা হবে।

আরো পড়ুন: অনলাইনে স্পিকার অর্ডার দিয়ে যা পেলেন মিমি!

এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশী জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা গৌমতী তাদেরকে স্বাগত জানায়। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ 'আইএনএস কুলিশ' জাহাজের নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ 'আইএনএস সুমেদা' জাহাজের নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনীর জাহাজ/ ঘাঁটিসহ মংলা খুলনার দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। জাহাজ দুটির এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।

সারাবাংলা বিভাগের আরো খবর