ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
সারাবাংলা

ভূরুঙ্গামারীতে বিকল্প ফসল হিসেবে ভূট্রা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৮, ২০২১, ০২:০৮ পিএম

Sports Banner
ভূরুঙ্গামারীতে বিকল্প ফসল হিসেবে ভূট্রা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে
ভূট্রা চাষাবাদের ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকল্প ফসল হিসেবে ভূট্রা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। ফলে ছাড়িয়ে গেছে ভূট্রা চাষের নির্ধারিত লক্ষ‍্য মাত্রা। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ৬৪৮ হেক্টর জমিতে ভূট্রা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে কৃষক ১ হাজার ১৫ হেক্টর জমিতে ভূট্রা চাষ করেছে।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধান ও অন্যান্য ফসলের তুলনায় বেশী লাভ হওয়ায় কম খরচে অধিক মুনাফার আশায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষে ঝুঁকছে এ উপজেলার কৃষকরা। ভুট্টা চাষ করে চাষিরা লাভের স্বপ্ন দেখছেন।

আরো পড়ুন: টাঙ্গাইলের ঘাটাইলে ইউসুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

উপজেলা কৃষি বিভাগ বলছে, ভূট্রা একটি অত‍্যান্ত লাভ জনক ফসল। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা গাছের পাতা সুষম গো-খাদ্য এবং কান্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারে অপরদিকে বাজারে ভুট্রার ব্যাপক চাহিদা থাকায় কৃষক এ ফসলে আগ্রহী হয়ে উঠছে। আর তাই উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে এখন  ভুট্টার চাষাবাদ হচ্ছে। 

উপজেলার চর উত্তর তিলাই গ্রামের কৃষক আব্দুল লতিফ জানান, ভুট্টা চাষে জমিতে পানি ও সেচ কম লাগে এবং ফলনও অন্য ফসলের তুলনায় বেশী হয়, ফলে তিনি ধান আবাদের চেয়ে ভুট্টার আবাদ বেশি করেছেন।

আরো পড়ুন: ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ

গছিডাঙ্গা গ্রামের কৃষক আয়নাল হক বলেন, এবারে ২ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। আশা করছি বেশ ভালো ফলন পাবো।

উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান  জানান, এই উপজেলার মাটি ভুট্টা চাষের উপযোগী। লাভজনক এই ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তোলার লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর নানা পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহওয়া অনুকূলে থাকলে উপজেলায় ভুট্টার ফলনের নির্ধারিত লক্ষ‍্য মাত্রা ছাড়িয়ে যাবে।

সারাবাংলা বিভাগের আরো খবর