ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
সারাবাংলা

মডেল মসজিদের কাজ শেষ হওয়ার আগেই ফাটল!

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: মার্চ ৪, ২০২১, ০৪:০৫ পিএম

Sports Banner
মডেল মসজিদের কাজ শেষ হওয়ার আগেই ফাটল!
মসজিদ ফাটলের ছবি

ঝালকাঠির রাজাপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে নির্মিতব্য মডেল মসজিদের কাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। গত বুধবার (৩ মার্চ) বিকেলে মূল মসজিদের মিনার অংশে এ ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে রাজাপুরে ২০১৮ সালের শেষের দিকে খান বিল্ডার্স নামে ঝালকাঠির নাসির খানের ঠিকাদারি প্রতিষ্ঠান তের কোটি টাকা ব্যয়ে এ মসজিদের নির্মাণ কাজ শুরু করে। বর্তমানে মসজিদের নির্মাণ কাজ শেষের পথে। গত বুধবার বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা মসজিদের মিনার অংশের চারদিকের দেয়ালে ফাটল দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়।

আরো পড়ুন: যৌন কেলেঙ্কারির ভিডিও ফাঁস, মন্ত্রীর পদত্যাগ

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, মসজিদের মূল অংশের পাইলিং ঠিক থাকলেও পেছনের অংশে ঠিক ভাবে পাইলিং না করার কারনে দেওয়াল ডেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে। এতগুলো টাকা ব্যয়ের এ মসজিদে এভাবে ফাটল দেখা দিবে এটা আমরা স্থানীয়রা ভাবতে পারিনি।

মসজিদের সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন মডেল মসজিদের দেয়ালে ফাটলের বিষয়ে বলেন , দেয়ালের ফাটল আমি দেখেছি, আমি এখানে মাত্র সপ্তাহ খানেক আগে যোগদান করেছি তাই এ ব্যাপারে গণপূর্তের ইঞ্জিনিয়ার স্যারই ভাল বলতে পারবেন।

এ ব্যাপারে ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সারাবাংলা বিভাগের আরো খবর