ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
সারাবাংলা

বিয়ের পর জানলেন জামাই চোর, থানায় নববধূ

প্রকাশ: মার্চ ৫, ২০২১, ১০:৫৮ এএম

Sports Banner
বিয়ের পর জানলেন জামাই চোর, থানায় নববধূ
ছবি | সংগৃহীত

বিয়ের পরই শ্বশুরবাড়ির বাড়িতে গিয়ে সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে পালিয়ে গেছে মেয়ের জামাই।

চাঁদপুর হাজীগঞ্জের গন্ধব্যপুর ইউনিয়নে গত বুধবার (৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৪ মার্চ) অভিযুক্ত স্বামী খাজে আহম্মেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্ত্রী নাজমা বেগম। 

জানা যায়, হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের খাজে আহম্মেদ বিয়ে করেন একই উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের ফকির মোহাম্মদ বেপারির মেয়ে নাজমা বেগমকে। বিয়ের পর তারা মেয়ের জামাইয়ের চুরি পেশা সম্পর্কে জানতে পারেন।

আরো পড়ুন: সাইকেল নিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে শিশুর মৃত্যু

নাজমার ভাই শামীম সংবাদ মাধ্যমকে জানান, আমার মা, বোন (অভিযুক্তের স্ত্রী) এবং আমার মেয়ে শামীমা আক্তার ঘুমাচ্ছিল। গত ৩ মার্চ গভীর রাতে খাজে আহম্মেদ আমাদের ঘরে ঢুকে নেশাজাতীয় দ্রব্য তাদের নাক-মুখে দিয়ে অচেতন করে। এই ফাঁকে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র মালামাল লুটে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্তের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন: মেয়ের নাচে মুগ্ধ হয়ে মায়ের সাথে তুলনা! (ভিডিও)

স্ত্রী নাজমা সংবাদ মাধ্যমকে জানান, খাজে আহমেদ চুরির দায়ে আগে কয়েক বার জেলে খেটেছেন। বিষয়টি আমরা বিয়ের পরে জানতে পেরেছি। তিনি এখন আমার পরিবারের ওপর হাত দিলো। হাজীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে সত্যতা পেলে নিয়মিত মামলা হবে।
 

সারাবাংলা বিভাগের আরো খবর