সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। একই সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাঁর নামে বিপুল সম্পত্তিরও সন্ধান পাওয়া গেছে।
জুলকারনাইন সায়ের জানান, দীর্ঘ অনুসন্ধানের পর শাহীন সিদ্দিকের সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি ২০১৩ এবং ২০১৫/২০১৬ সালে দুই দফায় অ্যান্টিগুয়া-বার্বুডা ও মালটার নাগরিকত্ব নিতে চেষ্টা করলেও ব্যর্থ হন।
নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, শাহীন সিদ্দিক ২০২০ সালের ডিসেম্বরে প্রায় ২.২ মিলিয়ন ইউরো বা ৩১ কোটি টাকা বিনিয়োগ করে সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, তারিক আহমেদ সিদ্দিক শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামীর ভাই।
সায়ের আরও জানান, দুবাইয়ের এরাবিয়ান র্যানচেস এলাকায় শাহীন সিদ্দিকের নামে তিনটি সম্পত্তির খোঁজ মিলেছে। প্রথম সম্পত্তিটি ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর কেনা হয়—এরাবিয়ান র্যানচেস-১ এলাকায় অবস্থিত ৭৫১.১৮ বর্গমিটারের একটি জমি, যার মূল্য ৮.৫ মিলিয়ন দিরহাম। বাকি দুটি সম্পত্তি হলো ফ্ল্যাট, যা এরাবিয়ান র্যানচেস-৩ এলাকায় অবস্থিত; আয়তন যথাক্রমে ১২৯.০৩ এবং ১৪৫.৮৫ বর্গমিটার এবং মূল্য ২.২ মিলিয়ন ও ২.২৮ মিলিয়ন দিরহাম।
নথি অনুযায়ী, ফ্ল্যাট দুটি কেনা হয়েছে ২০২৩ সালের ১৪ ও ১৬ নভেম্বর। জুলকারনাইন সায়ের প্রশ্ন তুলেছেন, সাইপ্রাসের নাগরিকত্ব নিতে ২.২ মিলিয়ন ইউরো (৩১ কোটি টাকা) এবং দুবাইয়ে তিনটি সম্পত্তি কিনতে প্রায় ১৩ মিলিয়ন দিরহাম (৪৩ কোটি টাকা) - এই বিশাল অর্থ শাহীন সিদ্দিক কোথা থেকে পেলেন? তিনি দাবি করেন, তাঁর আয়কর রিটার্নে এসব টাকার উল্লেখ নেই এবং এই অর্থ সংশ্লিষ্ট চক্রের পাচার করা টাকারই একটি অংশ।