ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১
বিনোদন

জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছে শাকিব-অপুর ছেলে জয় (ভিডিও) 

প্রকাশ: মার্চ ২, ২০২১, ০৬:২৬ পিএম

Sports Banner
জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছে শাকিব-অপুর ছেলে জয় (ভিডিও) 
ছবি | সংগৃহীত

ঢালিউডের সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের ভালোবেসে বাঁধা সংসারের সাক্ষী হয়ে আছে একমাত্র পুত্র আব্রাম খান জয়। বলার অপেক্ষা রাখে না, বাবা-মায়ের মতো সেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিও প্রকাশ হতেই সেখানে হুমড়ি খেয়ে পড়েন তার বাবা-মায়ের ভক্তরা।

মা অপু বিশ্বাস সবার আগ্রহের কথা ভেবেই জয়ের নামে ফেসবুকে পেজ চালু করে দিয়েছেন। সেখানেই মেলে জয়ের সব আপডেট।

কসরত করার ভিডিওতে সেই পেজে সর্বশেষ তাকে দেখা গেল জিমে গিয়ে। সেই ভিডিওতে লাইক পড়েছে ১৯ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে ৫ শতাধিক। সেখানে প্রায় সবাই জয়কে ‘সাবাশ’ দিয়েছেন। জানিয়েছেন শুভেচ্ছাও।

জানা যায়, সম্প্রতি কলকাতায় একটি সিনেমার কাজ শেষ করে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। এসে ছেলেকে সাথে নিয়ে গিয়েছিলেন রাজধানীর একটি জিমে। সেখানেই নিজেকে ফিট রাখতে শরীর চর্চা করেন অপু। মা যখন ব্যস্ত শরীরচর্চায় তখন জয়ও বসে নেই।

আকাশি রঙের ফুল হাতা শার্ট ও কালো প্যান্টের সাথে নিল কেডস পরে জয়ও মেতে উঠলো ব্যায়ামের নানা অনুষঙ্গ নিয়ে। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে ইংলিশ গান। সেই গানের তালেই শরীরচর্চা করছে জিম।

আরো পড়ুন: কলেজছাত্রীকে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে গেলো 

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্টাগ্রামে তার নামে গ্রুপও আছে।

আরো পড়ুন: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করলো ঘাতক স্বামী 

তারা বাবা-মা এরই মধ্যে জয়কে স্কুলে দিয়েছেন। সে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে পড়ছে। অপু বিশ্বাস নিজেই ছেলে জয়কে স্কুলে নিয়ে যাওয়া আসা করেন। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার শেষ নেই।

বিনোদন বিভাগের আরো খবর