ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
বিনোদন

দীঘির ছবির ট্রেলার দেখে এমবির টাকা ফেরত চাইছেন দর্শকরা!

প্রকাশ: মার্চ ৫, ২০২১, ০৫:১৭ পিএম

Sports Banner
দীঘির ছবির ট্রেলার দেখে এমবির টাকা ফেরত চাইছেন দর্শকরা!
ছবি | সংগৃহীত

'নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছি। ছবিটির নাম 'তুমি আছো তুমি নেই'। রোমান্টিক গল্পের ছবি এটি।  আমার ক্যারিয়ারের যতগুলো সিনেমা বানিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে ভালো ও ব্যবসাসফল ছবি হবে বলে আমি মনে করি। আর হতে পারে এটিই আমার শেষ সিনেমা।''

'তুমি আছো তুমি নেই' ছবিটির শুরুর আগে সংবাদমাধ্যমে এমন বক্তব্যই  দিয়েছিলেন ঢাকাই সিনেমার নামকরা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু । অথচ ছবিটির মুক্তি উপলক্ষে সম্প্রতি পোস্টার ও ট্রেলার প্রকাশের পর পরিচালকের কোন কথা-কাজের মিল পাওয়া গেলো না।

আরো পড়ুন: মেয়ের নাচে মুগ্ধ হয়ে মায়ের সাথে তুলনা! (ভিডিও)

‘তুমি আছো তুমি নেই’ আগামী ১২ মার্চ মুক্তি পাচ্ছে  । জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলার প্রকাশের ২৩ ঘন্টার মধ্যে কমেন্টবক্সে তেমন কোনো ইতিবাচক কমেন্ট আসেনি। সেখানে দর্শকরা পরিচালকের সমালোচনায় মুখর।  

এক ব্যক্তি কমেন্ট করেছেন, এইটা কোনো মুভির ট্রেলার! মাননীয় পরিচালক আমার এমবি ফেরত চাই।

আরেকজন লিখেছেন , তোমাদের লজ্জা থাকা দরকার। এইসব বস্তাপঁচা মুভি বানিয়ে ইন্ডাস্ট্রিকে ধংসের দিকে নিয়ে যাচ্ছো।

একজন লিখেছেন, ৯০ দশকের যাত্রাপালা এর থেকেও বেটার ছিল। ধিক্কার জানাই তাদের যারা বাংলা চলচিত্রকে ধ্বংস করে দিচ্ছে...।

আরো পড়ুন: জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছে শাকিব-অপুর ছেলে জয় (ভিডিও)

 দীঘিও ছবিটি নিয়ে সবচেয়ে হতাশ করেছেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা দীঘিকে নিয়ে যতটা আশা করা হয়েছিল ট্রেলার দেখে ততটাই দীঘির ওপর হতাশ হয়েছেন দর্শক। 

ঢাকাই সিনেমার নামকরা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। একথা নিঃসন্দেহে সত্য অনেক হিট ও ব্যবসা সফল ছবির নির্মাতা তিনি। এই ঝন্টু নির্মাণ করেছেন 'তুমি আছো তুমি নেই', যেখানে প্রথমবার নায়িকা হয়ে আসছেন দীঘি। ছবিটি নিয়ে তাই সবার প্রত্যাশা একটু বেশিই ছিল। 

আরো পড়ুন: ফের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী

ট্রেলার দেখার পর পরিচালককে নিয়ে অনেকে মন্তব্য করেছেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ছবি উপহার দিয়েছেন ঝন্টু সাহেব। এবার তার অবসর নেওয়া উচিত। আর দীঘির বেলায় বলছেন, দীঘি এমন একটি ছবিতে কিভাবে অভিনয় করল?

শুরুতে ছবিটির নায়ক নির্বাচন নিয়ে জলঘোলা কম হয়নি। প্রথম বাপ্পি ছবিটি থেকে সরে গেলে নায়ক হিসেবে আসেন সায়মন। তিনিও ছবিটি করবেন না বলে সাফ জানিয়ে দেন। ফলে বাপ্পি ও সায়মনকে পরিচালক ও ছবিটির প্রযোজক ঝন্টু ও সিমির অনেক গালমন্দ শুনতে হয়েছে। পরে ছবিটির নায়ক হিসেবে নেওয়া হয় আসিফ ইমরোজকে।

বিনোদন বিভাগের আরো খবর