ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
স্বাস্থ্য

ফের বাড়ল করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৬:০৫ পিএম

Sports Banner
ফের বাড়ল করোনায় মৃত্যু
ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩০৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : ৮ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপির বিক্ষোভ

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন।

এর আগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দেশে আরও ৪৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।

স্বাস্থ্য বিভাগের আরো খবর