ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
আন্তর্জাতিক

বাজাজ অটো বিশ্বের সবচেয়ে মূল্যবান টু-হুইলার কোম্পানি

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৪:৪৩ পিএম

Sports Banner
বাজাজ অটো বিশ্বের সবচেয়ে মূল্যবান টু-হুইলার কোম্পানি

বর্তমানে টু-হুইলার তৈরিতে বিশ্বের অন্যতম কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে বাজাজ অটো লিমিটেড। বাজার মূলধন ১৩.৬ বিলিয়িন ইউএস ডলার ছাড়িয়ে গেছে বাজাজ অটো লিমিটেডের। বাংলাদেশেও এর বিস্তর প্রভাব রয়েছে। অনেক আগে থেকেই উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে এই প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।

উত্তরা মোটর্স লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতের সর্ববৃহৎ রপ্তানিকারক টু-হুইলার বাজাজ অটো লিমিটেড উন্নতির ৭৫ বছরে পদার্পণ করেছে।

এ বিষয়ে বাজাজ অটো লিমিটেড, ভারতের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সহসভাপতি মিলিন্ড পি বাদে সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাজাজ বিশ্বের ৭০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে। বাজাজ তার নেতৃস্থানীয় কিছু দেশে মোটরবাইক ব্যবহারকারীদের সুবিধা ও কৌশলগুলো বিবেচনা করে বাজারে পণ্য সরবরাহ করে থাকে, যার কারণে আজ বিশ্বের সবচেয়ে মূল্যবান টু-হুইলার কোম্পানি হিসেবে বাজাজ অটো লিমিটেড পরিচিতি লাভ করেছে।’

ভারতের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সহসভাপতি আরও বলেন, ‘বিশ্বের মধ্যে বাংলাদেশ সর্ববৃহৎ এবং দ্রুত ক্রমবর্ধমান মোটরসাইকেল ও তিন চাকার (অটোরিকশা) গাড়ির বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বাজাজ বাংলাদেশের উত্তরা মোটর্সের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে বাংলাদেশের মূল্যবান গ্রাহকদের জন্য তারা সব সময় তাদের সেরা মানের পণ্য সরবরাহ করবে।’

এরই ধারাবাহিকতায় উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি এটা জেনে খুবই আনন্দিত যে, বাজাজ বিশ্বের সবচেয়ে মূল্যবান টু-হুইলার কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা সত্তর দশকের শেষের দিক থেকেই বাজাজ অটো লিমিটেডের সঙ্গে যুক্ত আছি, বর্তমানে ঢাকায় মোটরসাইকেল উৎপাদন কারখানা স্থাপন করেছি এবং সে কারখানা থেকে প্রতি বছর প্রায় আড়াই লাখ ইউনিট উন্নতমানের মোটর বাইক সরবরাহ করতে সক্ষম।’

ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন বলেন, দিন দিন বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলের চাহিদা বেড়েই চলেছে। যেমন- পালসার। কারণ আমাদের গ্রাহকগণ উন্নত প্রযুক্তি, সুরক্ষা ও সেরা মানের পণ্যটিই পাচ্ছেন। বাংলাদেশের তরুণ সমাজ বাজাজ মোটরসাইকেল পছন্দ করে, কারণ আমরা আমাদের পণ্যের গুণগত মান ঠিক রেখেছি, আমাদের বাজার নেতৃত্ব তারই সাক্ষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাজাজ গ্রুপের একটি ফ্ল্যাগশিপ সংস্থা হচ্ছে বাজাজ অটো। ভারতের সেরা ১০টি ব্যবসায়ী কোম্পানির মধ্যে বাজাজ গ্রুপ অন্যতম। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠানটি ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছিল। বাজাজ অটো লিমিটেড বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি এবং তিন চাকার ভেতর সর্ববৃহৎ কোম্পানি হিসেবে পরিচিত। পুনের চাখানে, আওরঙ্গবাদের আউলুজে এবং উত্তরাখণ্ডের পান্থনগরে মোটরসাইকেল উৎপাদনের নিজস্ব কারখানা রয়েছে। এই কোম্পানির মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি ভারতসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে বিক্রি হয়। এই কোম্পানির নিজস্ব ইন-হাউস ও স্টেট অব দ্য আর্ট, এবং আরঅ্যান্ডডি সেন্টার আছে যা প্রতিনিয়ত নতুন পণ্য ও প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ব্যবসায়ও উন্নতি করে যাচ্ছে। বর্তমানে ভারতের একমাত্র মোটরসাইকেল ও তিন চাকার গাড়ির সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান বাজাজ, যেখানে ভারত থেকে রপ্তানিকৃত প্রতি তিনটি মোটরসাইকেলের মধ্যে বাজাজেরই দুটি এবং তিন চাকার গাড়িও বাজাজ রপ্তানি করে থাকে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর