ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
জাতীয়

‘মন্ত্রী মোজাম্মেল হকের ভিডিওটি অপপ্রচার’

প্রকাশ: মার্চ ১৪, ২০২১, ১১:০৭ এএম

Sports Banner
‘মন্ত্রী মোজাম্মেল হকের ভিডিওটি অপপ্রচার’

ঢাকাঃ করোনা সংক্রমণ প্রতিরোধে সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি চিঠি পাঠিয়ে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সবার মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন।’

এ জন্য সবার মাস্ক রিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনাভাইরাস নিয়ে শনিবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয় এক হাজার ১৪ জনের শরীরে। আর মারা যায় আরও ১২ জন। এ ছাড়া এদিন সুস্থ হয় আরও এক হাজার ১৩৮ জন।

জাতীয় বিভাগের আরো খবর