ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রবাস মালয়েশিয়ায়

মানব কঙ্কাল উদ্ধার করেছে বাংলাদেশি

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:৫২ পিএম

Sports Banner
মানব কঙ্কাল উদ্ধার করেছে বাংলাদেশি

ঢাকাঃ মালয়েশিয়ার রাজধানীর ব্রিকফিল্ডসের জালান কেরাউং এলাকা থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে দুই বাংলাদেশি নাগরিক। 

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে একটি খামারের ফাঁকা প্লটের ঝোপঝাড়ে ঘাস কাটার সময় দুই বাংলাদেশি শ্রমিক কঙ্কালটি খুঁজে পান।  পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এই মানব কঙ্কাল উদ্ধার করে।

ব্রিকফিল্ডস জেলা পুলিশ প্রধান আনুয়ার ওমর জানান, দেহাবশেষ থেকে প্রায় তিন ফুট দূরে মাথার খুলি পাওয়া গেছে। মানব কঙ্কালের পাশে 'সেভেন সেন্ট' লেখা একটি লাল টি-শার্ট উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা নিহত ব্যক্তির শনাক্তকরণের প্রক্রিয়াতে রয়েছি।

তদন্তের পাশাপাশি সনাক্তকরণ প্রক্রিয়ায় সহায়তা করতে, নিখোঁজ আত্মীয়স্বজনসহ যে কাউকে এগিয়ে আসার  ব্রিকফিল্ডস পুলিশ হটলাইনে 03-2297 9222 বা সিটি পুলিশ হটলাইনে 03-2115 9999 এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

প্রবাস বিভাগের আরো খবর