ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিক্ষা

এবার এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১০:০১ পিএম

Sports Banner
এবার এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলার পর এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ এক বছর বন্ধের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই পরিষ্কার-পরিছন্ন করাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডা. দীপু মনি বলেন, আমরা এসএসসির জন্য ৬০ কর্মদিবস এবং এইচএসসির জন্য ৮০ কর্মদিবসের একটি সিলেবাস প্রণয়ন করেছি। এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস ক্লাস করিয়ে আমরা পরীক্ষা নেব।

তিনি আরও বলেন, যদি আমরা ৩০ মার্চে খুলতে পারি অথবা তার পরে খুলতে হয় তাহলে তার পরবর্তী ৬০ কর্মদিবস ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেব। 

একইভাবে এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস ক্লাস করিয়ে তাদের পরীক্ষা নেব বলেও জানান তিনি।

শিক্ষা বিভাগের আরো খবর