ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ভিন্ন খবর

ডুবতে চলেছে পৃথিবী, সবার আগে বাংলাদেশ! (ভিডিও)

প্রকাশ: মার্চ ৪, ২০২১, ০৯:৩৭ পিএম

Sports Banner
ডুবতে চলেছে পৃথিবী, সবার আগে বাংলাদেশ! (ভিডিও)
প্রতীকী ছবি

বিজ্ঞানীদের ধারণা প্রায় সোয়া এক লাখ বছর আগে সমুদ্রপৃষ্ঠের পানি বৃদ্ধি পাওয়ায় গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের পাহাড় গলে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞানীদের ধারণা এবার পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। প্রাগৈতিহাসিক যুগের ওই ঘটনার মতো পৃথিবী আবারও সম্পূর্ণ তলিয়ে যেতে পারে। কিন্তু এবার আরো ভয়ানকভাবে। ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ায় ৬ থেকে ৭ তলা ভবনের উচ্চতা সমান ডুবে যাবে পৃথিবী।

ধারণা করা হচ্ছে, এমন বিপর্যয় আসলে প্রথমেই ধাক্কা আসবে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকার মতো দেশগুলোতে।

আরো পড়ুন: এক হল তুরস্ক-পাকিস্তান, আসছে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান!

সম্প্রতি ওরেগন স্টেট ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞান বিভাগের একটি গবেষণায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে। 

এছাড়া আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এ গত ডিসেম্বরে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের (এজিইউ) বৈঠকে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

ওই গবেষণায় বলা হয়,  কুমেরুর বরফের বড় বড় চাঙরগুলো খুব দ্রুত গলে যাচ্ছে। এই অবস্থা অব্যহত থাকলে আগামী ৫০ বছরের মধ্যেই মহাপ্লাবনে তলিয়ে যাবে পৃথিবী। ধ্বংস হয়ে যেতে পারে এই সভ্যতা!

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

ভিন্ন খবর বিভাগের আরো খবর