ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১
খেলাধুলা

ভিডিও গেমস খেলার জন্য প্রেমিকা ছাড়লেন ডেলে আলি

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০২:২৯ এএম

Sports Banner
ভিডিও গেমস খেলার জন্য প্রেমিকা ছাড়লেন ডেলে আলি

ভিডিও গেমস খেলার কারণে বিচ্ছেদ হয়েছে ইংল্যান্ড ও টটেনহ্যামের তরকা ফুটবলার ডেলে আলি ও তার প্রেমিকা রুবি মায়ারের।

এর আগেও ২০১৬ সালে শুরু হওয়া সম্পর্কটির ২ বার বিচ্ছেদ হলেও এবার চুড়ান্ত বিচ্ছেদ হয়েছে বলেই দেখা যাচ্ছে। আর এ বিচ্ছেদের কারণ ফোঁসটার নামক অনলাইন ভিডিও গেমস। ভিডিও গেমকে ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্বের কারণে এই চূড়ান্ত বিচ্ছেদ মেনে নিয়েছেন দুইজনই। 

জানা গেছে, “ফোর্টনাইট” নামক অনলাইন গেমেই বেশিরভাগ সময় কাটাতেন আলি। যা প্রেমিকার মোটেও পছন্দ করতেন না। সেই সাথে আরও কিছু বিষয়ে অমিল তৈরি হয়েছিলো আলী ও প্রেমিকা রুবির মধ্যে। রুবি ও ডেলে আলির এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

আলির সাথে বিচ্ছেদ হওয়ার পর এ বিষয়ে রুবি তার ইনস্ট্রাগ্রাম পোস্টে জানান, আপাতত নিজেকে নিয়েই ব্যস্ত তিনি। 
অন্যদিকে কোচ মরিনিওর দলে অস্তিত্ব সংকটে পরা আলি ফিরেছেন পুরনো ছন্দে। বুধবার ইউরোপা লিগে ১ গোল ও ২ অ্যাসিস্টে অবদান রাখেন টটেনহ্যামের জয়ে। 

খেলাধুলা বিভাগের আরো খবর