ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
খেলাধুলা

ক্রাইস্টচার্চে ফের ‘গুলির’ শব্দ, ভয়ে শিউরে উঠলেন তামিম!

প্রকাশ: মার্চ ২, ২০২১, ০১:১১ এএম

Sports Banner
ক্রাইস্টচার্চে ফের ‘গুলির’ শব্দ, ভয়ে শিউরে উঠলেন তামিম!
ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের সেই স্মৃতি যেন ভোলার নয়। এই শহর যেন তাদের কাছে আতঙ্কের নাম। কারণ ২০১৯ সালে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন তারা। তামিম ইকবাল, সৌম্য সরকাররা অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন বন্দুকধারীর হামলা থেকে। 

এই ক্রাইস্টচার্চেই নাকি ফের গুলির শব্দ শুনে শিউরে উঠেছিলেন বাংলাদেশে দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  

সম্প্রতি ক্রাইস্টচার্চের হলিডে ইন ডাবল ট্রি হোটেলে নিজের রুম থেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে সেই শব্দের বিষয়ে তামিম বলেন, ‘হোটেল থেকেই দুই দিন আগে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পেলাম। আমি তো ভয়েই শেষ। পরে দেখলাম আতশবাজি ফোটানো হচ্ছে। এখানে কোথাও কনসার্ট হচ্ছিল। সেটা উপলক্ষে আতশবাজি। কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গিয়েছিলাম আসলে।’

অন্যদিকে ঘরবন্দি অবস্থায় কেমন সময় কাটছে- এ প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ২৩ ঘণ্টাই থাকতে হচ্ছে রুমে। আধ ঘণ্টার মতো সময় দেয়া হচ্ছে ছোট ছোট দলে ভাগ হয়ে মুক্ত বাতাসের নিচে যাবার। আমার তো প্রথম দিন অদ্ভুত অনুভূতি হয়েছে। রুমে সাইক্লিং করার সরঞ্জাম আছে। দেশ থেকে আসার সময় আরও কিছু ব্যায়ামের সরঞ্জামাদি দেয়া হয়েছে। এর বাইরে মুভি এবং টিভি সিরিয়াল দেখে, বাকি সময় ঘুমিয়ে কাটাচ্ছি।’

খেলাধুলা বিভাগের আরো খবর