ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
খেলাধুলা

পাকিস্তানে বসে স্টেইনের কণ্ঠে আইপিএলের দুর্নাম

প্রকাশ: মার্চ ৪, ২০২১, ১২:১৮ পিএম

Sports Banner
পাকিস্তানে বসে স্টেইনের কণ্ঠে আইপিএলের দুর্নাম

ঢাকাঃ আইপিএল খেলে সুনামও কুড়িয়েছেন, প্রচুর টাকাকড়িও কামিয়েছেন। সেই ডেল স্টেইন এবার আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। বর্তমানে তিনি ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানে বসে হুট করে আইপিএলের দুর্নাম করে বসলেন স্টেইন।

তার দাবি, আইপিএলে ক্রিকেটাররা সম্মান পান না। তার চেয়ে বেশি উপভোগ্য পিএসএল বা এলপিএল। স্টেইনের এমন দাবিতে হতাশ হয়েছেন আইপিএলের অনুসারীরা। এবার না, প্রত্যাহার করলেও বিগত আসরগুলোতে ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট লায়ন্স, রয়্যাল চ্যালনেজার্স ব্যাঙ্গালোরের মত দলের হয়ে আইপিএলে খেলেছেন তিনি।

স্টেইন বলেন, ‘আমি আইপিএলে কিছু সময় ক্রিকেটের বাইরে কাটাতে চেয়েছিলাম। আমার মনে হয় আইপিএল বাদে বাকি লিগগুলোয় খেলে একটু বেশিই সম্মান পাওয়া যায়।’

আইপিএলে টাকার নিচে চাপা পড়ে যায় ক্রিকেট- এমন বিস্ফোরক দাবি স্টেইনের, ‘আইপিএলের এত বড় বড় স্কোয়াড, এত বড় নাম, অর্থের জন্য এত ঝনঝনানি… ক্রিকেটাররা যে পরিমাণ অর্থ উপার্জন করে, সেখানে কোথাও মনে হয় আসল ক্রিকেটটাই হারিয়ে যায়।’

আইপিএলের চেয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার লিগই বেশি মনে ধরেছে স্টেইনের। টাকার চেয়েও সম্মান তার কাছে বড়, তাই পিছিয়ে রাখছেন আইপিএলকে!

স্টেইন বলেন, ‘পিএসএল হোক বা এলপিএল- এসব লিগে সবসময়ই গুরুত্ব দেওয়া হয় ক্রিকেটের ওপর। এখানে (পাকিস্তান) কিছুদিন আগেই এসেছি। আমার রুমের সামনে যারা রয়েছে তারা জানতে চান আমি আগে কোথায় খেলেছি, কী করেছি! কিন্তু আইপিএল এলেই এসব প্রশ্ন ভুলে যাওয়া হয়। একটাই প্রশ্ন দাঁড়ায়, কত টাকা উপার্জন করছি!’

খেলাধুলা বিভাগের আরো খবর