ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
লাইফস্টাইল

শাকিব খানের নতুন ‍‍‘লুক‍‍’ ভাইরাল

প্রকাশ: মার্চ ১৪, ২০২১, ১১:৫৮ এএম

Sports Banner
শাকিব খানের নতুন ‍‍‘লুক‍‍’ ভাইরাল

ঢাকাঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন এক অবয়বে দেখা দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জ্বলন্ত সিগারেট ঠোঁটে তীক্ষ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। দেখে মনে হতে পারে, লক্ষ্যবস্তুকে এখনই ঘায়েল করে ফেলবেন।

পাবনায় শুরু হয়েছে অন্তরাত্মা সিনেমার দৃশ্যধারনের কাজ। এই ছবিরই একটি চরিত্র স্থিরচিত্রে ফুঁটিয়ে তুলেছেন শাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থিরচিত্রটি ছড়িয়ে পড়ার পর নেট নাগরিকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

স্থিরচিত্রটি প্রসঙ্গে শাকিব বলেন, “মধ্যাহ্নভোজের বিরতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রেখে দেখি সবাই লুক পছন্দ করেছেন। বিভিন্ন প্রশংসনীয় মন্তব্য দেখে উৎসাহ পাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের প্রত্যাশা পূরণের।”

তিনি আরো বলেন, “সিনেমার গল্পের পাশাপাশি টেকনিক্যাল হ্যান্ডস যারা আছেন, প্রত্যেকেই সর্বাধুনিক। প্রযোজক সোহানী ম্যাডাম তার পূর্ণ সাপোর্ট দিচ্ছেন। সবকিছু মিলিয়ে খুব গোছানো পরিবেশে কাজ হচ্ছে।”

অন্তারাত্মা সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। আসন্ন ঈদুল ফিতরে সিনেমা মহাসমারোহে মুক্তি দেয়া হবে।

লাইফস্টাইল বিভাগের আরো খবর