ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইলে গুগল ‘সার্চ’ বদলে যাচ্ছে

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৪:৫৪ পিএম

Sports Banner
মোবাইলে গুগল ‘সার্চ’ বদলে যাচ্ছে

পরিবর্তন নিয়ে আসছে টেক জায়ান্ট গুগল মোবাইলে গুগল ‘সার্চ’ ফলাফলের নকশায়। গ্রাহকদের আরো উন্নত সার্চ অভিজ্ঞতা দিতে এমন পরিবর্তন বলে সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের খবর থেকে জানা গেছে, এই পরিবর্তনের ফলে মোবাইলের সার্চ ফলাফল (ফন্ট) আরো বড় ও মোটা হবে। এ ছাড়া ব্যবহার করা হবে নিজস্ব কিছু ফন্ট। শুধু কি তাই, পরিবর্তনের পর আগের চেয়ে বেশি জায়গাজুড়ে দেখানো হবে সার্চের ফলাফল।

প্রতিবেদন থেকে আরো জানা গেছে, গ্রাহকের মনোযোগ ধরে রাখতে রঙেও পরিবর্তন নিয়ে আসছে গুগল। সুনির্দিষ্ট তারিখ না জানালেও গুগল জানিয়েছে খুব দ্রুতই নতুন এই পরিবর্তন নিয়ে আসছে তারা।

এই পরিবর্তন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার আইলিন চেং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আরো সহজ নকশার জন্য তাঁদের এই পদক্ষেপ, যাতে মানুষ যা খুঁজছেন তা আরো দ্রুত এবং সহজে পেতে পারেন

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর