ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
বিজ্ঞান ও প্রযুক্তি

ফি ছাড়াই “সেন্ড মানি” করার সুযোগ দিচ্ছে বিকাশ 

প্রকাশ: মার্চ ২, ২০২১, ০৯:০৫ এএম

Sports Banner
ফি ছাড়াই “সেন্ড মানি” করার সুযোগ দিচ্ছে বিকাশ 

অতিরিক্ত ফি ছাড়াই বিকাশ থেকে “সেন্ড মানি” করা বা টাকা পাঠানো যাবে। বাংলাদেশের এক নম্বর মোবাইল ফিনানশিয়াল সার্ভিসটি এই প্রথম এ ধরনের কোনো সেবা নিয়ে এলো।

বিকাশ সংবাদ মাধ্যমকেজানিয়েছে যে, প্রতি মাসে পাঁচটি প্রিয় নম্বরে কোনো রকম অতিরিক্ত ফি ছাড়াই সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত “সেন্ড মানি” করা যাবে।

বিকাশ সংবাদ মাধ্যমকে বলছে, প্রান্তিক জনগোষ্ঠির কাছে যাতে মোবাইল আর্থিক সেবা আরো সহজে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে তারা এই উদ্যোগটি নিয়েছে। বাজারে যে কটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আছে, বিকাশ তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে।

একটি বিশ্লেষণে দেখা যায়, বিকাশের ৯০ শতাংশ গ্রাহক পাঁচটি নম্বরে বেশি টাকা পাঠান। ফলে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে পাঁচটি প্রিয় নম্বর সেট করার সুযোগ দিচ্ছে বিকাশ, এবং এই নম্বরগুলোতে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই।

জানা যায়, এক ক্যালেন্ডার মাসে পাঁচটি নম্বর প্রিয় হিসেবে সেট করা যাবে। কোনো গ্রাহক যদি চান, তাহলে একমাস পর প্রিয় নম্বর পরিবর্তন করে ফেলতে পারবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর