ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোন উৎপাদন কমাচ্ছে হুয়াওয়ে

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১১:১০ এএম

Sports Banner
স্মার্টফোন উৎপাদন কমাচ্ছে হুয়াওয়ে
ছবি । প্রতীকী

স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে চলতি বছর স্মার্টফোন উৎপাদন ৬০ শতাংশ কমানোর উদ্যোগ নিয়েছে। হুয়াওয়ে স্মার্টফোনের জন্য যেসব কোম্পানি যন্ত্রাংশ তৈরি করে তাদের ইতোমধ্যে বিষয়টি অবগত করা হয়েছে। মূলত ট্রাম্পের সময় মার্কিন নিষেধাজ্ঞার মুখে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমসহ যুক্তরাষ্ট্রভিত্তিক যেসব প্রযুক্তি কোম্পানির সফটওয়্যার ও যন্ত্রাংশ ব্যবহার করত হুয়াওয়ে, সেটি আর এখন তারা ব্যবহার করতে পারছে না। মূলত  হুয়াওয়ের অ্যান্ড্রয়েডের সমর্থন হারিয়ে স্মার্টফোনের দ্বিতীয় শীর্ষ অবস্থান থেকে অবনমন ঘটেছে। ট্রাম্পের পরাজয়ের পর অনেকে ধারণা করেছিল, হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞায় পরিবর্তন আসতে পারে। কিন্তু বাইডেন প্রশাসনও হুয়াওয়েকে কোনোরূপ ছাড় দেবে না বলে নিশ্চিত হওয়া গেছে। এ অবস্থায় নতুন পরিকল্পনার অংশ হিসেবে স্মার্টফোন তৈরির হার কমিয়ে আনছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, চলতি বছর সাত থেকে আট কোটি স্মার্টফোন উৎপাদনের জন্য সরবরাহকারীদের প্রয়োজনীয় যন্ত্রাংশের ক্রয়াদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে। ২০১৯ সালে হুয়াওয়ে যেখানে ২৪ কোটি ইউনিট বাজারজাত করেছিল, সেখানে গত বছর তারা ১৮ কোটি ৯০ লাখ ইউনিট ডিভাইস সরবরাহ করেছে। তবে গুগলের সঙ্গে চুক্তির মেয়াদ থাকায় গত বছরও বেশ কয়েকটি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড দিতে পেরেছিল হুয়াওয়ে। কিন্তু চলতি বছর সেটি সম্ভব হবে না বলে জানা গেছে। এজন্য অন্তত ৬০ ভাগ কম স্মার্টফোন নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। এদিকে হুয়াওয়ে চলতি বছর কোন কোন মডেলের উৎপাদন কমাতে যাচ্ছে, তা জানা যায়নি। স্মার্টফোন উৎপাদন কমালেও গেমিং ডিভাইস উৎপাদনে নজর দিচ্ছে কোম্পানিটি। এরই অংশ হিসেবে হুয়াওয়ে নিয়ে আসছে নতুন গেমিং নোটবুক গেমিং কনসোল। ধারণা করা হচ্ছে, প্লেস্টেশন ৫ এক্সবক্স সিরিজের সঙ্গে টক্কর দিতে চলতি বছরের মাঝামাঝি সময় নিজেদের গেমিং কনসোল 'মেটস্টেশন' আনতে পারে হুয়াওয়ে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর